শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

এফএনএস \ হিজরি শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার। সৌদি গেজেট জানিয়েছে, শনিবার সন্ধ্যার পরে নতুন চাঁদ দেখা যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করেছে। রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। শনিবার সৌদি আরবের মুসলমানরা ২৯ রোজা পূর্ণ করবেন এবং রোববার ঈদের নামাজ পড়বেন। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রোজাও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর। বাংলাদেশে রোজার ঈদের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ কমিটি রোজার ঈদের দিন ঘোষণা করবে। কবে থেকে রোজা শুরু ও ঈদের দিন ঘোষণা হবে তা সাধারণত সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষই চাঁদ দেখা সাপেক্ষে ঠিক করে। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় রমজান মাসে মুসলমানরা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকেন। শাওয়াল মাসের চাঁদ ওঠার মধ্য দিয়ে রমজানের সমাপ্তি ঘটে। এবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, বাহরাইনের পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়াতেও একই দিনে রোজা শুরু হয়েছিল। এরপর দিন বাংলাদেশসহ দক্ষিণ—পূর্ব এশিয়ার ফিলিপিন্স, মালয়েশিয়া ও ব্রুনেইসহ অন্যান্য দেশে রোজা শুরু হয়। খালিজ টাইমস লিখেছে, এবার সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও একই দিনে ঈদ উদযাপন করবে। এক দিন পর অস্ট্রেলিয়া, ওমান, ইরানইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও ব্রুনেই ঈদ উদযাপন করবে। শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে। অপরদিকে বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে রোববার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভা হবে, যেখানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২—২২৩৩৮১৭২৫, ০২—৪১০৫০৯১২, ০২—৪১০৫০৯১৬ অথবা ০২—৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২—২২৩৩৮৩৩৯৭ বা ০২—৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে তথ্য দিতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ২ মার্চ। সে হিসেবে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার। তবে সোমবার চাঁদ দেখা গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com