কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা বাজারের আঃ রহিমের চাউলের দোকানে আগুন লেগে চাউলসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত ১৬ আগস্ট রাতে বিদুৎতের সট সার্কেট থেকে আগুন লাগে তার দোকানে । খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রন আনে। এতে করে দোকানে রাখা ২ শ বস্তা চাউল পুড়ে গিয়ে তার ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আঃ রহিম জানিয়েছে। কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম বলেন, প্রতিদিনের ন্যায় আঃ রহিম দোকানে বেচাকেনা শেষে তার দোকান বন্ধ করে বাড়ি যায়। রাতে যে কোন এক সময় বিদুৎতের সাটসার্কিট হতে আগুন ধরে দোকান পুড়ি গিযে ক্ষতিগ্রস্ত হয়। বাজারের লোকজন বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সংবাদ দেয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।