মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

চাপড়া কলেজে মেধা অন্বেষণ, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার চাপড়া কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে মেধা অন্বেষণ, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে মেধা অন্বেষণ কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব গাউছুল হোসেন রাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আসাদুল হক। অধ্যক্ষ রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক ও মোশারফ হোসেন, দাতা সদস্য আলহাজ্ব দবির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোদন্ডা, হাড়িভাঙ্গা, কুন্দুড়িয়া, তেতুলিয়া, গাবতলা মাধ্যমিক বিদ্যালয় ও বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com