বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব গাউছুল হোসেন রাজ চাপড়া গ্রামবাসীর সাথে নির্বাচনী মত বিনিময় করেছেন। গতকাল সন্ধ্যায় চাপড়া পুরাতন খেয়াঘাট সংলগ্ন মধ্যম চাপড়া বাজারে তিনি এ মত বিনিময় করেন। সমাজ সেবক ইউসুফ আলী সভাপতিত্বে চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গাউসুল হোসেন রাজ বলেন, আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়েছি। মহান আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমার চাওয়া আমি জনগনের মাঝে বেঁচে থাকতে চাই। তাই আপনারা সকলে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে দূনীতি, চাঁদাবাজ , সন্ত্রাস ও মাদকমুক্ত গবীব অসহায় ডিজিটাল উপজেলা গড়ে তোলার চেষ্টা করব। এসময় তিনি উপজেলা বাসীর দোয়া ও আশীর্বাদসহ সার্বিক সহযোগিতা কামনা করেন। কামরুজ্জামান টুকুর পরিচালনায় মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সমাজ সেবক মোশাররফ হোসেন, মধ্যম চাপড়া বন্ধন যুব সংঘের সভাপতি হাবিবুল্লাহসহ নুরুল হক, সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।