চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ চাম্পাফুল ইউসুফপুর মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা সহ সোনার গহনা লুটপাট করার অভিযোগ বাড়ীর মালিক ইউসুফপুর গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে শাহিনুর গাজী। সরেজমিনে গেলে শাহিনু গাজী জানায়, গতকাল রাত ২ টার আমার বাড়িতে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি বারান্দার গ্রিলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লক্ষ টাকা তিন ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি চিৎকার করলে শুনে এলাকার লোকজন তাদেরকে ধাওয়া করে। পরবর্তীতে তারা বোমা বিস্ফোরণ ঘটায় এবং ধাওয়া কারীদের উদ্দেশ্য করে গুলি করে তাতে ইউসুফপুর গ্রামের আহাদ আলীর ছেলে আবুল কালাম( ৪২) মাজেদ গাজীর ছেলে শাহিদল্লাহ ( ২২) গুলিতে গুরুতর আহত হয়। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া রুবেল ও রাহাত নামে দুই যুবকের শরীরে গুলি লেগেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল ঘটনার স্থান পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, আশাশুনি থানার বিশ্বজিত জেলা ডিবি পুলিশের কর্মকর্তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত কালিগঞ্জ থানায় মামলা প্রস্থতি চলছিল।