চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে চাম্পাফুল ইউনিয়ন আ’লীগের সাবেক সাঃ সম্পাদক উদয় ভাস্কর ব্যানার্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগ সাঃ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ আ’লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান, চাম্পাফুল ইউঃ আ’লীগ সাঃ সম্পাদক আলহাজ্ব সিদ্দিক বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সভাপতি সত্যরঞ্জন বিশ্বাস, চাম্পাফুল ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ সভাপতি রেজাউল বিশ্বাস রেজা, সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার সরকার প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেত কর্মি ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গাজী আব্দুস সালাম।