চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুশুড়ী ও রাজাপুর গ্রাম বাসির আয়োজনে চাম্পাফুল ইউনিয়ন বি এন পির সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, বিএনপির নেতা রইসুল আলম, শেখ সামিউল্ল্যাহ, ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমূখ আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজাপুর জামে মসজিদের পেশ ইমাম মাও শহিদুল্লাহ।