চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না—লিল্লাহ…..রাজিউন)। সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘুশুড়ী গ্রামের মৃত মোখছেদ সরকারের সেজ ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে মতিয়ার রহমান বহুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রন্ত বাড়ীতে চিকিৎসাধীন ছিল। গতকাল রাতে নিজও বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি দুই ছেলে এক মেয়ে নাতি নান্তি সহ অনেক আত্নীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নামাজের জানাজা নিজ বাড়ীর আঙ্গানায় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহাদাত হোসেন, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল সহ চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি, সমাজ সেবক ও এলাকার হাজার ধর্মপ্রান মুসলমান। জানাজা নামাজে ইমামতি করেন কালিগঞ্জ উপজেলার রহিমপুর মাদ্রাসাতু ওয়াহিয়া ওলুমউদ্দীন এর মোহতামিম মাও গোলাম মোস্তফা। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে তার পরিবার।