চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে ছবেদা বেগম ( ৭০) নামের এক বয়স্ক নারী আত্মহত্যা করেছে। ঐ নারী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদহা গ্রামের আব্দুর রহিম গাজীর স্ত্রী। জানাগেছে, প্রতিদিনের ন্যায় গতকাল দুপুরে খাওয়া পর বিকেল পর্যন্ত ঘুমিয়ে থাকে ছবেদা বেগম ঘটনার দিন অনেক দেরিতে উঠতে না দেখে স্বামী আব্দুর রহিম খোজ করতে থাকে। পরবর্তীতে পাশের একটি ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে ডাক চিৎকার করতে থাকে। পরে বাড়ির লোকজন এসে মৃত দেখে কালিগঞ্জ থানায় খবর দিলে কালিগঞ্জ থানার মোঃ শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থাল পরিদর্শন করেন। পরিদর্শন পর্যবেক্ষনে জানতে পারেন মৃত ছবেদা বেগম মানষিক রোগে আক্রান্ত ছিলেন। পরে সুরাত হাল শেষে লাশ দাফন করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।