চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চাম্পাফুল ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে চাম্পাফুল ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আঃ গফুর সরদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা গ্রাম ডা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, আদিত্য সরকার প্রমূখ। আলোচনায় কেন্দ্রীয় কমিটির আদেশ ক্রমে সকল গ্রাম ডাক্তারদের অন লাইন ডাটাবেইজের আওতায় অন্তর্ভুক্ত করে সাংগঠনিক কার্যক্রম আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান বক্তরা। আলোচনা শেষে চাম্পাফুল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির প্রস্থাব করিলে উপস্থিত সকল সদস্যদের সমর্থন ভোটের মাধ্যমে আলহাজ্ব আব্দুল গফুর সরদারকে সভাপতি ও আদিত্য সরকারকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হল বাসুদেব বিশ্বাস সাংগঠনিক সম্পাদক, ব্রজেন্দ্রনাথ রায় কোষাধ্যক্ষ ও মোকাররম হোসেন প্রচার সম্পাদক। এ সময় চাম্পাফুল ইউনিয়ন কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।