চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে অবস্থিত জনতা ব্যাংকের শাখা স্থানান্তর বন্দের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার জনতা ব্যাংকে সামনে আলহাজ্ব সিরাজুল হক গাইনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান মোড়ল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু ইসলাম মোড়ল, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, মো ইব্রাহিম, আবুল কালাম আজাদ, অমর সরকার, সাবেক ইউপি সদস্য রেজাউল বিশ্বাস, ব্যাবসায়ী তাপস কুমার বৈদ্য, আবু তাহের বাবু, মাহাববুর রহমান প্রমূখ। এ সময় বক্তরা বলেন দীর্ঘ ৪৫ বছরের প্রতিষ্ঠান চাইলে উজিরপুর বাজারের ব্যাবসায়ীরা তা সহজে যেতে দিতে পারেনা, যে কোন কিছুর বিনিময় আমাদের অন্তরে লালন কৃত প্রতিষ্ঠান আমরা ধরে রাখব। এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে উক্ত শাখার ব্যাবস্থাপক মো কামরুজ্জামান জানায়, ব্যাংকের শাখা যাতে স্থানান্তর করা না হয় সকলের পক্ষ থেকে আমি ব্যাংক কর্মকর্তাদের কাছে সুপারিশ করবো। এ সময় বাজারের সকল ব্যাবসায়ী ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুল মান্নান মোড়ল।