চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( বাদ আছর হইতে) সারা রাত ব্যপি চাম্পাফুল ইউনিয়নের পূর্ব চাম্পাফুল ইসলামী যুব সমাজের আয়োজনে পূর্ব চাম্পাফুল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, আশাশুনি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, আওয়ামীলীগ নেতা ঢালি শামসুল আলম প্রমূখ। মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাও : সাদিকুর রহমান আজহারী, আল আজহাব বিশ্ববিদ্যালয় মিশর, বিশেষ বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শেয়াইব হুসাইন বিপ্লবী খুলনা। উক্ত মাহফিলে হাজার হাজার ধর্ম প্রান মুসুল্লিরা উপস্থিত ছিলেন।