চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকলে চাম্পাফুল ইউনিয়ন পরিষদ চত্বরে অবসর প্রাপ্ত শিক্ষক সত্যরঞ্জন বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সচিব সাইদুর রহমান, চাম্পাফুর লায়ান ক্লাবের সভাপতি আব্দুল লতিফ, ইউপি সদস্য ইব্রাহিম, সাইলুজ্জামান খান, মোস্তাফিজুর রহমান, আবু বক্কার গাইন, আব্দুল মান্নান মোড়ল, আব্দুস সাত্তার, আবুল কালাম আজাদ, আব্দুল গনি, রহিমা খাতুন, মমতা পারভীন, সাদিয়া সুলতানা প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন চাঁদখালী জামে মসজিদের পেশ ইমাম মাও আফতাব আহম্মেদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুল ইসলাম মনি।