চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কার সিদ্দিক, ইউপি সদস্য আবু বক্কার গাইন, ইউনিয়ন যুব ূদলের সভাপতি ওমর ফারুক, মোঃ রাশিদুল আলম, মনিরুজ্জামান মনি, মোঃ আতিয়ার রহমান প্রমূখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার সূধিজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণর করেন অতিথি বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসাদ কুমার রায়। একই সাথে চাম্পাফুল ইউনিয়নের ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসায় বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।