চাম্পাফুল ( কালিগঞ্জ) প্রতিনিধি : চাম্পাফুল বাজারের এক মাত্র কালভার্টটি ব্যপক ঝুঁকিপূর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার সিমান্তবর্তী হওয়ায় দুই উপজেলার মানুষের চলাচলের একমাত্র সংযোগ স্থল কালভার্ট। দীর্ঘদিন সংস্কারের অভাবে কালভার্টের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্তমান কালভার্টের উপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে বিপদের সন্মূখিন হচ্ছে। এ অবস্থার প্রেক্ষিতে বিকল্প কোন পথ না থাকায় অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে চাম্পাফুল বাজারের ব্যাবসায়ী, পথচারী, যানবহন, ও দুই উপজেলার জন সাধারণ। এ বিষয় চাম্পাফুল বাজারের ব্যাবসায়ীদের সাথে কথা বলতে গেলে ব্যাবসায়ীরা প্রতিনিধিকে জানান, গত দুই বছর ধরে কালভার্টের অবস্থা অনেক ঝুঁকি পূর্ণ কোন রকম চলাচলের জন্য আমরা জোড়াতালি দিয়ে চলাচল করছি। এই নিয়ে পত্র,পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে কিন্তু তাতেও কোন ফলাফল আসেনি। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি, চাম্পাফুল বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের মালামাল আসতে সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে। কালভার্টটি সংস্কার না হলে আমাদের অনেক কষ্ট সইতে হবে। বিশেষ করে রাতে আধারে যারা চলাচল করছে ভ্যান, মোটরসাইকেল, ও সাইকেল নিয়ে তারা হটাৎ বিপদে পড়ছে। এক জন মুদি ব্যাবসায়ী বলেন, যারা সংশ্লিষ্ট কাজের দায়িত্ব আছে তাদের বারবার দৃষ্টি আকর্ষণ করা সত্বেও কোন প্রতিকার পাচ্ছিনা আমরা। আমরা আপনাদের লিখনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের নিকট জানাতে চাই বড় কোন দূর্ঘনা ঘটে যাওয়ার আগে কালভার্টেটি সংস্কার অতিব জরুরি ও গুরুত্বপূর্ন