চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে এক স্কুল ছাত্র ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী চাম্পাফুল ইউনিয়নে রাজাপুর গ্রামের কাদের গাজীর ছেলে শাওন গাজী (১৬) ও তারালী ইউনিয়নের বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র । পারিবারিক সূত্রে জানাগেছে, ঘটনার দিন (গতকাল) দুপুরে শাওন গাজীর মা মাঠ থেকে গরু আনতে ডাকাডাকি করে কোন উত্তর না পেয়ে তার রুমে সামনে যেতে দরজা বন্ধ দেখে সন্দেহ হলে জানালা দিয়ে তাকাতে তার ঘরের আড়ার সাথে ঝুলছে দেখে ডাক চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আশে। ঘটনার প্রেক্ষিতে কালিগঞ্জ থানায় খবর দিলে কালিগঞ্জ থানার একটি ঠিম পর্যবেক্ষন কর একটি সুরহ রিপোর্ট তৈরি করেন। পরবর্তীতে তার জানাজা শেষে দাফন সম্পন্ন করে তার পরিবার। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক শিক্ষিকা স্বজনদের কান্নাকাটি আর আহাজারিতে এক বেদনাদায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে।