চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে দুই দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী ফুটবল মাঠে যুব কমিটি ও গ্রাম বাসির আয়োজনে সমজ সেবক আলহাজ্ব সিরাজুল হক গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরদাড়ী কামিল মাদ্রার ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কার সিদ্দিক ্ সাতক্ষীরা জেলা জামায়াতের সহ-সভাপতি ও শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, কালিগঞ্জ উপজেলা জামায়েতের সহকারী সেক্রেটারী আবু ইসলাম মোড়ল, ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ। মাহাফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন মুফতি আমির হামজা কুষ্টিয়া, বিশেষ বক্তা হিসেবে কুরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন হুসেইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, বক্তব্য রাখেন ইসলামী আলোচক আর টি ভি ঢাকা মাও সামসুল আরেফিন। ইহা ছাড়া আরো উলামায়ে হযরত উক্ত মাহফিলে আলোচনা করেন। মাহাফিল পরিচালনা করেন চাঁদখালী জামে মসজিদের পেশ ইমাম মাও আফতাব আহমেদ। মাহাফিল শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি।