মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

চারদিনের সফরে ভারতে পৌঁছেছেন জেডি ভ্যান্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: চারদিনের সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল সকাল ১০টার দিকে দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করে তার বিমান। ভ্যান্সের সঙ্গে রয়েছেন তার স্ত্রী উষা ভ্যান্স এবং তিন শিশুসন্তানÑ ইওয়ান, বিবেক ও মিরাবেল। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারতের মাটিতে পা রাখলেন ভ্যান্স। পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশি^নী বৈষ্ণব। বিমানঘাঁটিতে ভ্যান্সকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। হোয়াইট হাউস এই সফরকে ‘অর্থনৈতিক ও ভ‚-রাজনৈতিক অগ্রাধিকার’ বলে বর্ণনা করেছে। অপরদিকে ভারত বলেছে যে ভ্যান্সের এই সফর ‘উভয়পক্ষকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার সুযোগ করে দেবে’। ভারতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই সপরিবারে ভ্যান্স যাবেন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে। তার পর হস্তশিল্পের একটি শপিংমলেও যেতে পারেন তারা। দিল্লি ছাড়াও ভ্যান্স ও তার পরিবার আগ্রা এবং জয়পুরও যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com