এফএনএস: কাতার সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ কাতার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে আর্থনা সামিটের আগে শুভেচ্ছা সংবর্ধনায় অংশ নেন। গতকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে তারা এ শুভেচ্ছা সংবর্ধনায় অংশ নেন। চার নারী ক্রীড়াবিদ হলেন ফুটবল তারকা আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা ও দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। চারদিনের সফরে গত সোমবার প্রধান উপদেষ্টা কাতার সফরে যান।