দেবহাটা অফিস ॥ দেবহাটার চালতেতলা ফুটবল মাঠে গতকাল বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে রোহান, দিহান চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। দেবহাটার কৃতি সন্তান মানবতার কান্ডারী খ্যাত সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শরিফুল ইসলামের উপস্থিতির কারনে ফাইনাল খেলটি বিশেষ ভাবে আলো ছড়ায়। চালতেতলা খুব কমিটির আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশিষ্ট্য সমাজসেবক ডাঃ শরিফুল ইসলামের গর্বিত পিতা আঃ রহিম মোড়লের সভাপতিত্বে উদ্বোধন ও পুরস্কার বিতরনে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, ইউপি সদস্য ফারহান মুক্তি, ফরহাদ হোসেন হীরা, আলহাজ্ব হযরত আলী, মনতাজ আলী, ফজলুর রহমান, আঃ কাদের প্রমুখ। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় ভালুকা চাঁদপুর যুবসংঘ চালতেতলা ইয়ংস্টার ক্লাবকে এক শুন্য গোলে পরাজিত করে। খেলা শুরুর আগে ও পরে নিজ গ্রাম বাসির সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডাঃ শরিফুল ইসলাম।