মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

চা বিক্রি করে ভাগ্যের চাকা খুললেন জুহুল হোসেনের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় যে কোন অসাধ্য কাজকে সাধন করা যায়। তার প্রমান রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা ১৩ নং লাবসা ইউনিয়নের বাসিন্দা এবং বিনেরপোতা মৎস্য বাজারের চা বিক্রেতা মোঃ জুহুল হোসেন ওরফে জুল। জুলের চা মানে আলাদা স্বাদ। টাটকা মিষ্টি দুধের সুস্বাধু ঘ্রাণ মন জুড়িয়ে যায়। তার চা একবার খেলে আর একবার খেতে মন চাই। সব মিলিয়ে জুলের চায় সুনাম ও সুখ্যাতি রয়েছে। চা বিক্রেতা জুলের সাথে একান্ত আলাপচারিতায় তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান পৈত্রিক ভিটা না থাকার বিনেরপোতা বসুন্ধরা সকরারী সম্পতির উপর বাস করি। দীর্ঘ ২৭ বছর যাবত এই পেশা ধরে রেখেছি। তিনি জানান সকাল থেকে রাত আমুমানিক ১১ থেকে ১২ টা পর্যন্ত চার দোকানটি খোলা থাকে। শুরুর প্রথম দিকে ১ টাকা করে লাল চা এবং ৪ টাকা করে দুধ চা বিক্রি করতাম। পরবর্তী সময় এসে পর্যায়ক্রমে সেই লাল চা এখন ৫ টাকা এবং দুধ চা ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। চা বিক্রি করে প্রতিদিন তার গড় আয় হয় ৭ থেকে ৮ হাজার টাকার মত। তিনি জানান চা বিক্রি করে তিনি একটি ছাদের বাড়ী করেছেন। পাশাপাশি এ পর্যন্ত তিনি ৫ থেকে ৬ বিঘা জমি ক্রয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com