বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার চিংড়িখালী সার্বজনীন শিব মন্দিরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২২ ফেব্র“য়ারি বুধবার সকাল ১০ টায় অত্র মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণে জনপ্রিতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মন্দির নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে অত্র মন্দিরের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল কান্তি মন্ডল এর সভাপতিত্বে নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে উপজেলা পরিষদের সহযোগিতায় মন্দিরের নির্মাণ কাজের জন্য ১ লক্ষ টাকা প্রদান করেন এবং সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মন্দিরের সহ-সভাপতি মৃণাল কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক শিক্ষক সুধার কুমার মন্ডল, কোষাধ্যাক্ষ বিমল কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য আবুবক্কার সিদ্দিক, প্রভাষক বিপ্লব কুমার বৈদ্য, শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল, দুলাল কৃষ্ণ, রবীন্দ্রনাথ মণ্ডল, সুশান্ত কুমার মন্ডল, রঘুনাথ মন্ডল, তপন কুমার মন্ডল, ডাঃ দীননাথ মন্ডল প্রমুখ।