দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার তালেব বাবুর্চি এবার চিংড়ী ঘেরের চিংড়ী চুরি করা কালীন সময়ে ঘের মালিক সহ কর্মচারিদের দ্বারা পাকড়াও হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ছোট ঘের এলাকার আজমীরের ঘেরে। ঘের ব্যবসায়ীরা ও নৈশ প্রহরীরা জানান দীর্ঘদিন যাবৎ আবু তালেব ওরফে তালেব বাবুর্চি তিন/চার বিঘার একটি ঘের অতিরিক্ত মূল্য দিয়ে লীজ গ্রহন করে আশপাশের ঘেরে রাতে চিংড়ী চুরি করে আসছিল। ঘের ব্যবসায়ীরা জানান মাছ সহ তালেব বাবুর্চিকে ধৃত করলে শত শত ঘের মালিক উপস্থিত হয়ে মারধোর করতে উদ্যত হলে গন পিটুনি হাত থেকে রক্ষা করতে ঘের মালিকরা তাকে নিরাপদে পালাতে সহায়তা করে। এ ঘটনায় ঘের ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং দৃষ্টান্তমূলক শাস্তী দাবী করছেন চিংড়ী চাষী সহ এলাকাবাসি। সর্বশেষ খবরে জানাগেছে সে শাস্তী ও আইনের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করেছে।