স্টাফ রিপোর্টার ঃ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত চিকিৎসাধীন আশাশুনি উপজেলার খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নলিনী রঞ্জন মন্ডল ও তার স্ত্রী বাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিতা রানী রায়ের চিকিৎসার খোজ খবর নিতে, তাদের শয্যা পাশে গেলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। গত ২৬ এপ্রিল আশাশুনী গোয়ালডাঙ্গা এই শিক্ষক দম্পতি সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় এবং শহরের সংগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময় শর্য্যাপাশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পঙ্কজ বর্মন, জেলা কর্মচারি সমিতির সভাপতি প্রদীপ কুমার মন্ডল প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহত শিক্ষক দম্পতির দ্রুত সুস্থতা কামনা করেন এববং প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ হতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।