বাংলাদেশ বর্তমান সময়ে আন্তর্জাতিক বিশ্বে চিকিৎসা বিজ্ঞানে ও ব্যবস্থাপনায় কাঙ্খিত উন্নতি লাভ করেছে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের চিকিৎসা বিজ্ঞানের এমন উন্নয়ন বিশ্ব বাসির জন্য বিস্ময় সৃষ্টি করেছে। নিকট অতীতেও আমাদের দেশের রোগী সাধারন উন্নত চিকিৎসা সেবা গ্রহনের জন্য প্রতিবেশী দেশ সহ অপরাপর চিকিৎসা বিজ্ঞানে উন্নয়নকারী দেশ সমুহে গমন করতো। কিন্তু বর্তমানের চিত্র সম্পূর্ণ ভাবে ভিন্ন হতে ভিন্নতর। চিকিৎসা ব্যবস্থা অভাবনীয় উন্নয়নের দ্বারপ্রান্তে পৌছানোর কারন হেতু আমাদের দেশেই জটিল, কঠিন, নতুন এবং পুরাতন সব ধরনের চিকিৎসা সম্ভব হচ্ছে। যে কারনে দেশের রোগী সাধারনের সুচিকিৎসার পাশাপাশি অর্থ খরচ বেঁচে যাচ্ছে। ইতিপূর্বে আমাদের দেশের রোগীরা বিশ্বের উন্নত দেশ গুলোতে চিকিৎসা গ্রহন করার জন্য বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা খরচ করে আসছিল। দেশে বর্তমান সময়ে অগনিত বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি ও অবস্থান দেশের চিকিৎসা ব্যবস্থাকে বহুগুন সুসংহত ও কাঙ্খিত করেছে। যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটছে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের যেমন ব্যাপক ভিত্তিক উপস্থিতি অনুরুপ ভাবে আমাদের দেশে অত্যাধুনিক মানের চিকিৎসা সামগ্রীর উপস্থিতি চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। যতই দিন যাচ্ছে ততোই আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নতি দৃশ্যমান হচ্ছে।