বাংলাদেশ বর্তমান সময়ে বিশ্ব চিকিৎসা ব্যবস্থায় নিজেকে বিশেষ ভাবে সম্পৃক্ত করছে। একদা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের তালিকায় থাকা আমাদের দেশ চিকিৎসা বিজ্ঞানে বিশেষ ভাবে পিছিয়ে ছিল। দেশের রোগী সাধারন আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত ছিল কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থায় অভাবনীয় উন্নতি সাধন করেছে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এমন পর্যায়ে পৌছেছে যে, দেশের রোগীরা উন্নত চিকিৎসা গ্রহনের জন্য সা¤প্রতিক বছর গুলোতে আর বিদেশে যাত্রা করে না, জটিল, কঠিন এবং দুরারোগ্য সব ব্যাধির চিকিৎসা দেশেই গ্রহন করছেন। দেশে চিকিৎসা সেবা গ্রহন করায় কাবুলে দেশের চিকিৎসা ব্যবস্থায় ভাবমূর্তি যেমন উজ্জ্বল হতে উজ্জলতর হচ্ছে অনুরুপ ভাবে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটছে। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যাপক উপস্থিতি এবং জনসাধারনকে চিকিৎসা সেবা প্রদান দৃশ্যতঃ দেশকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে চলেছে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা শুধু মাত্র দেশের রোগী সাধারনকে চিকিৎসা সেবা প্রদান করছে তা নয়, বিশ্বের দেশে দেশে তথা আন্তর্জাতিক বিশ্বে আমাদের চিকিৎসকরা অতি সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করছেন। বাংলাদেশ বর্তমান সময়ে অতি গর্ব আর সক্ষমতার সাথে বলতে পারছে যে আমাদের রোগীরা দেশেই উন্নত ও আধুনিক চিকিৎসা গ্রহন করছে। যতই দিন যাচ্ছে ততোই দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতির কাঙ্খিত লক্ষ্যে পৌছাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ লোক গ্রামে বসবাস করে আর এ কারনে সরকার গ্রামীন পর্যায়ে আধুনিক চিকিৎসা সেবা পৌছে দিতে হাসপাতাল সহ সরকারি চিকিৎসা মাধ্যম প্রচলন করেছে। দেশের এবং জাতির শ্রেষ্ঠ সন্তানরা চিকিৎসক আর তাই জাতীর যোগ্য সন্তানদেরকে কেবল মাত্র শহরে নয় গ্রামে অবস্থান করে গ্রামীন জনগোষ্ঠীকে চিকিৎসা ও সেবা প্রদানের মানষিকতা সৃষ্টি করতে হবে।