এফএনএস: চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। সেদিনই তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।