মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রতাপনগরের শিক্ষানুরাগী মাষ্টার এরশাদ আলী (৮৫)। বার্ধক্য জনিত অসুস্থতায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১ টা ৩০ মিনিটের না ফেলার দেশে পাড়ি জমান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শিক্ষক হিসাবে
তিনি ছিলেন পরম ধর্ম পরায়ণ, অত্যন্ত সৎ, সদালাপী, স্বচ্ছ জীবন আদর্শের মূর্ত প্রতীক। প্রতাপনগর মাদারবাড়িয়ার বাসিন্দা এরশাদ আলী কর্মজীবন শুরু করেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে। সেখানে তিনি ২ বছর শিক্ষকতা করেন। এরপর প্রতাপনগর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হলে সেখানে যোগদান করেন। কর্মজীবনে অবসরে যাওয়া পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন। ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের মধ্যে মাস্টার এরশাদ আলী ছিলেন অন্যতম। ঐ শিক্ষকের গড়া বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন অঙ্গনে আলোকিত করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় মরহুমের বাড়ির সামনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় এপিএস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমানের উপস্থাপনায় জানাজা নামাজের পূর্বে বক্তব্য রাখেন নওয়াবেকী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল খালেক, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, গোমানতালি ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মাওঃ জুলফিকার আলী বিশ্বাস, মরহুমের ছোট সন্তান জাবের হোসেন, নলিয়ান আলিয়া মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল মান্নান। এছাড়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, হাফেজে কোরআন, আলেমেদ্বীন, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ শতশত মুসল্লি জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।