দেবহাটা অফিস \ হাজারো মানুষের শোক শ্রদ্ধা আর অশ্র“ বিসর্জনের মাধ্যমে চির নিন্দ্রায় শায়িত হলেন দেবহাটার দানবীর খ্যাত সখিপুর ইউনিয়নের দীর্ঘ সময়ের প্রাক্তন চেয়ারম্যান সখিপুর আহছানিয়া শাখা মিশনের সভাপতি আলহাজ্ব ছালামতুল্যা গাজী, সখিপুরুস্থ বাসভবন সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে গতকাল বাদ জোহর জানাজা শেষে এলাকার গর্বিত সন্তানকে কবরে শায়িত করা হয়। এ সময় উপস্থিত শত শত মানুষের অনেক শব্দ করে কাঁদছিলো কেউ বা নিরবে অশ্র“ বিসর্জন দিচ্ছিলেন। এর পুর্বে সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্যা কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। নলতা শাহী মসজিদের ইমাম হাফেজ নুরুল হুদা জানাজা নামাজে ইমামতি করেন। জানাযায় মরহুমের পুত্র আঃ মাজেদ পিতার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন এসময় আঃ মাজেদের ক্রন্দনরত আহবান জানাযায় উপস্থিত হাজার হাজার মানুষকে অশ্র“সিক্ত করে। রাজনীতিবিদ জনপ্রতিনিধি শিক্ষক, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ঘটে জানাযায়। জীবনদশায় তিনি কেবল মুক্তহস্তে দান করেছেন তা নয়, বহু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, পিতার নামে হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের প্রতিষ্ঠিাতা তিনি, সখিপুর আলিম মাদ্রাসা, খান বাহাদুর আহছানউল্যা কলেজের প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালনকারী। মরহুমের বাড়ীতে ও জানাযায় উপস্থিত হন অন্যান্যদের মধ্যে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মোল্যা সাবীর হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, একেএম আনিসউজ্জামান, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, চেয়ারম্যান সাইফুল ইসলাম, আ’লীগ নেতা শাহাবুদ্দিন বিশ্বাস আবারা, সরদার আমজাদ হোসেন, বিএনপি যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, মাছুম বিলাহ, জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজী, আকবর মেম্বর সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন। সখিপুর আহছানিয়া শাখা মিশনের সাধারন সম্পাদক আবু তালেব জানাজা নামাজ পূর্বে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন। মরহুমের জ্যেষ্ঠপুত্র আঃ আজিজ আগামী মঙ্গলবার বাসভবন সংলগ্ন মসজিদে দোয়া অনুষ্ঠানে সকলের দাওয়াত দিয়েছেন। সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্যা কলেজের প্রতিষ্ঠাকালীন দাতা মরহুম ছালামতুল্যা গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাবীর হোসেন।