এফএনএস বিদেশ : চীনের গুয়াংজু প্রদেশে পথচারীদের ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি ঢুকে পড়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৩ জন। এ ঘটনায় ২২ বছর বয়সী চালকে আটক করেছে পুলিশ। ১ কোটি ৯০ লাখ বাসিন্দার দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুর একটি ব্যস্ত মোড়ে বুধবার সন্ধ্যার ভিড়ে পথচারীদের ওপর গাড়ি উঠে যাওয়ার এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এ ঘটনায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে জনসাধরণের ভেতরে, মানুষ হত্যার উদ্দেশ্যে ইচ্ছে করেই গাড়িটি পথচারীদের ওপর তুলে দেন বলে অনেকেই অভিযোগ করছেন। অনলাইনে পোস্ট হওয়া একাধিক ভিডিওতে ঘটনার পর চালককে গাড়িটি থেকে বের হতে এবং বাতাসে কাগজের মুদ্রা ছিটাতেও দেখা গেছে। এই ঘটনা ইতিমধ্যেই চীনজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কোনও উদ্দেশ্য নিয়ে ভিড়ে গাড়ি তুলে দিয়েছেন কিনা, এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। স¤প্রতি দেশটিতে এ ধরনের একাধিক ঘটনারও খবর পাওয়া গেছে। গত বছরের ফেব্র“য়ারিতে চীনের দক্ষিণের প্রদেশ ফুজিয়ানেও এক চালক তার মিনি ট্রাকটি ভিড়ের ওপর তুলে দেন। ওই ঘটনায় তিনজন নিহত ও ৯ জন আহত হন।