এফএনএস বিদেশ : চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার রাজধানী হোহোট এই মাসে শিশু যত্নে বেশ কিছু ভর্তুকি ঘোষণা করেছে। এ ছাড়া নতুন মায়েদের প্রতিদিন এক কাপ বিনামূল্যে দুধ দেওয়া হবে। বর্তমানে স্থানীয় প্রদেশগুলো দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাচ্ছে। চীনজুড়ে গতকাল সোমবার ২০টিরও বেশি প্রাদেশিক পর্যায়ের প্রশাসন শিশু যত্নে ভর্তুকি দেওয়া শুরু করেছে। সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। তরুণ দম্পতিদের বিয়ে করাতে এবং সন্তান ধারণে উৎসাহিত করা নীতিনির্ধারকদের মূল লক্ষ্য এখন। সবুজ তৃণভূমিতে ঘেরা উত্তরাঞ্চলের ব্যস্ত শহর হোহোট জানিয়েছে, দম্পতিরা তাদের প্রথম সন্তানের জন্য এককালীন ১০ হাজার ইউয়ান (১ হাজার৩৮২.৫১ ডলার) এবং দ্বিতীয় সন্তানের জন্য প্রতি বছর ১০ হাজার ইউয়ান পাবেন, যতক্ষণ না শিশুটি পাঁচ বছর বয়সে পেঁৗছায়। তৃতীয় সন্তান ১০ বছর বয়স না হওয়া পর্যন্ত বার্ষিক ১০ হাজার ইউয়ান ভর্তুকি পাবে, যা স্থানীয় বাসিন্দাদের বার্ষিক আয়ের প্রায় দ্বিগুণ। হোহোট মায়েদের জন্য এক কাপ দুধের ব্যবস্থারও ঘোষণা দিয়েছে। যার মধ্যে ১ মার্চের পরে সন্তান জন্মদানকারী যেকোনো মায়েদের জন্য প্রতিদিন এক কাপ দুধ বিনামূল্যে পাওয়া যাবে। ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিবাহের হার এক—পঞ্চমাংশ কমেছে। দেশটি অভূতপূর্ব জনসংখ্যা মন্দার মুখোমুখি হচ্ছে। এর প্রধান কারণ ১৯৮০ থেকে ২০১৫ সালের মধ্যে চীনে আরোপিত এক সন্তান নীতি, দ্রুত নগরায়ন এবং পরিবার লালন—পালনের উচ্চ ব্যয়। ২০২১ সাল থেকে দম্পতিদের সর্বোচ্চ তিনটি সন্তান ধারণের অনুমতি দেওয়া হয়েছে। এই মাসের শুরুতে চীনের সংসদের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী লি ছিয়াং জন্মহার বাড়ানোর জন্য শিশু যত্নে ভর্তুকি এবং বিনামূল্যে প্রাক—বিদ্যালয় শিক্ষার ঘোষণা দিয়েছেন। রবিবার প্রকাশিত গৃহস্থালির খরচ বৃদ্ধির জন্য একটি কর্মপরিকল্পনায় বলা হয়েছে, কর্তৃপক্ষের শিশু যত্নের জন্য ভর্তুকি দেওয়া উচিত। সূত্র : রয়টার্স