এফএনএস: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বছরের অগ্রাধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। তৌহিদ হোসেন বলেন, আমি চীনে যাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করেছে যেতে। আমি যাচ্ছি সেখানে। আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ—আলোচনা করবো। কি ইস্যু আছে আমি সেগুলো এখন বলব না। পররাষ্ট্রসচিব একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আহ্বান করেছে, সেখানে আমরা ঠিক করব আলোচনা করব কি কি অর্জন হওয়ার মতো। আর কি কি তাদের কাছ থেকে সমাধান করতে পারব। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২০ জানুয়ারি দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে বেইজিং সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা।