চুকনগর প্রতিনিধি ॥ খুলনার ডুমুরিয়া উপজেলা আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া নতুন বাজার মোড়ে বুধবার সন্ধ্যা ৭ টায় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সবুর। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ্র চন্দ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক জিএম ফারুক হোসেন, মুস্তাফিজুর রহমান দুলু, সরদার শরিফুল ইসলাম, গাজী নজরুল ইসলাম, যুবলীগ নেতা ইকবাল হোসেন সালাম, জাকির হোসেন মিল্টন, ইব্রাহিম হোসেন, ছাত্রলীগ নেতা কে এম মফিজুল ইসলাম, ইমরান হুসাইন, শেখ মামুন, তানভীর আহমেদ প্রমুখ।