চুকনগর প্রতিনিধি \ চুকনগরে সুমাইয়া ইয়াসমিন মুন্নী নামে ২২ বছরের কলেজ পড়–য়া এক ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপজেলার চুকনগর গ্রামের মতিয়ার রহমান গাজীর মেয়ে। এঘটনায় কলেজ ছাত্রীর ভাই রিপন গাজী (১৯) বাদী হয়ে খুলনার (কেএমপি) দৌলতপুর থানায় একটি ডায়েরী করেছে। প্রাপ্ত ডায়েরী সূত্রে জানা যায়, দৌলতপুর বিএল কলেজের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থী মুন্নী। একারণে গত ২২ মার্চে সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমড়ো খেজুর মহল গ্রামের তার স্বামী জাহিদ হোসেনের বাড়ি হতে দৌলতপুর বিএল কলেজে পরীক্ষা দিতে আসে। কিন্তু পরীক্ষা শেষে মুন্নী স্বামীর বাড়ি বা তাদের বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধ্যান না পেয়ে গত ২৫ মার্চ দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ১৩১৬নং একটি ডায়েরী করা হয়। মুন্নী ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা, গায়ের রং কালো ও শারিরীক গড়ন হালকা পাতলা। নিখোঁজ হওয়ার সময় মুন্নি কালো রংয়ের বোরকা পরা ছিল। এব্যাপারে মুন্নির পিতা মতিয়ার রহমান বলেন, যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি তার মেয়ের সন্ধান পান তাহলে ০১৭২১-৬৬৩১১৩, ০১৯২০-৯৪৮৩৪০ নম্বরে জানালে চির কৃতজ্ঞ থাকবো।