স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মাহে রমজানের প্রথম দিনে ইফতার শেষে সড়কে প্রাণ গেল ১ যুবকের গুরুত্বর আহত আরো ২ জন। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা খুলনা মহা সড়কে শাকদহা নামক স্থানে ঘটে। নিহত কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ধান ঘর গ্রামের সামছুর রহমানের পুত্র মোঃ আশিকুর রহমান (২৫), সদরের মাগুরা গ্রামের তৈয়েবুর রহমানের পুত্র ইমন হোসেন (২১) একই গ্রামের মশিউর রহমানের পুত্র ও নিহত আশিকের খালাত ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শিমুল (২২)। সদর হাসপাতালে চিকিৎসাধীন ইমন দৈনিক দৃষ্টিপাতকে জানান, তারা তিন জন সন্ধ্যায় মাগুরা বউবাজারে ইফতার করে। কিছুক্ষন বিশ্রামের পর তারা চুকনগরে রেস্টুরেন্টে খাসির মাংস খাওয়ার ইচ্ছা পোষন করে। প্রথমে ইমন অপারগতা প্রকাশ করলেও শিমুলের কথায় ঐক্যমত হয়। এক পর্যায়ে তারা মটর সাইকেল সাতক্ষীরা থেকে চুকনগর উদ্দেশ্যে রওয়ানা হয়। শাকদহা নির্মানাধীন ব্রিজ এলাকায় পৌছালে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সিলিকশন বালির উপর উঠে পড়ে। এসময় ঘটনাস্থানে আশিকের মৃত্যু হয়। এবং শিমুল ও ইমন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তবে নিহত ও আহত খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তাদের আত্মীয় স্বজন মুহুর্তের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ছুটে আসে। তাদের আহাজারীতে গোটা হাসপাতাল এলাকা স্তব্ধ হয়ে যায়।