চুকনগর প্রতিনিধি ॥ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (বাংলা বিভাগের) তাপস কুমার বিশ্বাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা জেলা এন ডি এফ এর সভাপতি আবুল হোসেন, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ কে বি সরকার, ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিমল কৃষ্ণ বৈরাগী, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, কল্যান কান্তি হালদার, অধ্যাপক নার্গিস হুসাইন, অধ্যাপক মনিরুল হক, অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক সরদার আমজাদ হোসেন, সেলিনা খাতুন, নুর ই আলম সিদ্দিকী, নিমাই কৃষ্ণ মল্লিক প্রমুখ। সভা সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক অসীম কুমার ভট্রাচার্য ও সাধনা কর্মকার।