এফএনএস স্পোর্টস: বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভাতেও ঠিক করা যায়নি বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম। নতুন অধিনায়ক ঠিক করার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সভা থেকে। সম্ভাব্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আগামী কয়েকদিনের মধ্যে চ‚ড়ান্ত করা হবে নতুন অধিনায়ক। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। গত বৃহস্পতিবার তামিম ইকবাল ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরই বিসিবি সভাপতি বলেছিলেন, তিনি দু-একজনের সঙ্গে আলোচনা করে নতুন অধিনায়ক ঠিক করবেন। কিন্তু গত ৫ দিনে কার্যত কোনো অগ্রগতিই হয়নি। জালাল ইউনুস জানালেন, বিবেচনায় থাকা ক্রিকেটারদের সঙ্গে এখন আলোচনা শুরু করবেন বিসিবি সভাপতি। আগামী শনিবার এশিয়া কাপের দল ঘোষণার শেষ তারিখ। এর মধ্যেই নতুন অধিনায়কসহ দল চ‚ড়ান্ত করে ফেলা হবে বলে জানান জালাল ইউনুস। “আজকে আমাদের জরুরি একটি সভা ছিল এবং একটিই এজেন্ডা ছিল, অধিনায়কত্বের ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক গতকাল মঙ্গলবার নির্বাচন করার কথা ছিল। আজকে সভায় আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে দায়িত্ব দিয়েছি অধিনায়ক বাছাই করার জন্য। উনি এখন ভেবেচিন্তে এবং অধিনায়কত্বের জন্য সম্ভাব্য বিবেচনায় যারা আছে, তাদের সঙ্গে কথা বলবেন এবং আমরা চ‚ড়ান্ত করে ফেলব।” “আশা করি, আগামী দুই-তিন দিনের মধ্যে, ১২ অগাস্ট পর্যন্ত ডেডলাইন আছে, তার আগে আমরা অধিনায়ক ঠিক করে আপনাদের জানিয়ে দেব।” নেতৃত্বের বিবেচনায় সম্ভাব্য কারা আছেন বা বিসিবি সভাপতি কোন ক্রিকেটারদের সঙ্গে কথা বলবেন, সেটি অবশ্য খোলাসাই করে দিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। “আপনারা জানেন, সাকিব আছে। লিটন আছে। আরেকজন আমাদের প্রতিশ্রæতিশীল, মিরাজ আছে। সেও একজন, আলোচনায় নাম উঠে এসেছে। নামগুলো আপনারাও সবাই জানেন। এদের সঙ্গে মূলত আলাপ আলোচনা করা হবে।” তামিম নেতৃত্ব ছাড়ার পর এই ৫ দিনেও কেন সাকিব-লিটনদের সঙ্গে আলোচনা করা গেল না, সেটির সরাসরি ব্যাখ্যা দিতে পারেননি জালাল ইউনুস। তবে নেতৃত্ব নির্বাচনে দেরি হওয়ার কারণ বোঝানোর চেষ্টা তিনি করলেন। “তারা এখন কয়েকজন বাইরে আছে। তবে টেলিফোনে আলাপ করা যায়। কিন্তু এর মধ্যে আমাদের নিজেদের মধ্যেও তো আলাপ-আলোচনা ছিল। কারণ, যাকে দেওয়া হবে, আমরা চাচ্ছি যে, তাকে ভালোভাবে বুঝেশুনেৃ এখানে ফরম্যাটগুলো আছে, কাউকে সব ফরম্যাটে দেব কি না বা দুই ফরম্যাটের জন্য কি না, অধিনায়কত্বের জন্য যাদের বলা হবে, তারা রাজি আছেন কি না, এইসব আলাপ আলোচনার জন্য সময় নেওয়া।” “যেহেতু এখানে অনেক কিছু ইস্যু চলে আসছে, এজন্য মাননীয় প্রেসিডেন্টকে সবাই বলেছে যে, আপনি দায়িত্ব নিয়ে তাদের সাথে কথা বলেন এবং নির্বাচিত যে অধিনায়ক হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।” কোন ‘ইস্যু’ চলে এসেছে, অবশ্য বলতে চাননি তিনি। তবে নিশ্চিত করেছেন, মঙ্গলবার থেকে সাকিব-মিরাজ-লিটনের সঙ্গে আলোচনা শুরু করবেন বিসিবি সভাপতি। একটি কৌতূহল জাগানিয়া কথা অবশ্য বলেছেন জালাল ইউনুস। আপাতত তাদের ভাবনায় আছে মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচন করা। “যেহেতু আমাদের সামনে এশিয়া কাপটা আছে, আমরা চাচ্ছি আগে এশিয়া কাপের অধিনায়ক ঘোষণা করি। এর সাথে সাথে মূলত আরও বাকি যে দুই ফরম্যাট আছে, একসাথেই হয়তো চিন্তাভাবনা করে তখন এটা বুঝিয়ে দেওয়া হবে।” “যেহেতু আমাদের ১২ তারিখ মধ্যে দিতে হবে (এশিয়া কাপের দল), সেজন্য ১২ তারিখের মধ্যে এশিয়া কাপের অধিনায়কত্ব দেওয়া হবে। আমাদের দলও দেওয়ার ব্যাপার আছে সেই সাথে। যেহেতু বিশ্বকাপের জন্য ৫ সেপ্টেম্বর শেষ সময় (দল ঘোষণা করার), তার আগে আমরা চাচ্ছি যে ভেবেচিন্তে পরবর্তীতে বিশ্বকাপের অধিনায়কত্ব ঘোষণা করার”। জালাল ইউনুসের কথার মানে দাঁড়ায়, এশিয়া কাপে ও বিশ্বকাপে আলাদা অধিনায়কও হতে পারে। তবে সরাসরি প্রশ্নে তিনিই পরে আবার বলেছেন, “এশিয়া কাপের অধিনায়কেরই তো চালিয়ে যাওয়া উচিত।” পরে আরেক দফায় বলেছেন, “আগে এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেব ও অধিনায়কত্ব চ‚ড়ান্ত করব আমরা।” পরে আবার তিনি বলেছেন, ওয়ানডে অধিনায়ক যে হবেন, সামনে এশিয়া কাপ, দেশের মাঠে নিউ জিল্যান্ড সিরিজ ও পরে বিশ্বকাপ, তিনটি আসরে সে চালিয়ে যাবে দায়িত্ব। সব মিলিয়ে তার কথায় মোটামুটি ফুটে উঠল, বিসিবি নিজেদের ভাবনায় খুব পরিষ্কার নয় এখনও। অধিনায়কত্ব নির্বাচনের জন্য দল ঘোষণা পিছিয়ে যাচ্ছে, অনুশীলন শুরু করা এবং প্রস্তুতির ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে এর মধ্যেই অনেকটা সময় চলে গেছে কি না, এই প্রশ্নে জালাল ইউনুসের উত্তর, ‘দেরি হয়নি।’