এফএনএস স্পোর্টস: লা লিগায় সদ্য সমাপ্ত মৌসুমের শেষ দিকে যে গোলপ্রবাহ বইয়ে দিয়েছিলেন নিকোলাস জ্যাকসন, সেটিই এবার তাকে পৌঁছে দিল নতুন ঠিকানায়। ভিয়ারিয়াল থেকে চেলসিতে নাম লেখালেন সেনেগালের এই ফরোয়ার্ড। চেলসি শুক্রবার বিবৃতিতে জানায়, ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ৮ বছরের চুক্তি হয়েছে তাদের। সা¤প্রতিক নানা চুক্তির ধারা মেনে এটির আর্থিক বিষয়াদিও বিস্তারিত জানানো হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর, ৩ কোটি ৭০ লাখ ইউরোতে জ্যাকসনকে নিয়েছে চেলসি। ভিয়ারিয়ালের যুব দল হয়ে ২০২০ সালে মূল দলে অভিষেক জ্যাকসনের। গত জানুয়ারিতে তাকে দলে নিতে ভিয়ারিয়ালের সঙ্গে ২ কোটি ২৫ লাখ ইউরোর চুক্তি প্রায় চ‚ড়ান্ত করে ফেলেছিল ইংলিশ ক্লাব বোর্নমাউথ। তবে তখন হ্যামস্ট্রিং চোটের কারণে এই ফরোয়ার্ডকে শেষ পর্যন্ত নেয়নি বোর্নমাউথ। মার্চে মাঠে ফেরার পর আস্তে আস্তে নিজের সেরা চেহারাটা মেলে ধরেন প্রতিভাবান এই তরুণ। লিগের শেষ ৮ ম্যাচে ৯ গোল করেন তিনি। মে মাসে লিগের সেরা ফুটবলারও মনোনীত হন। নতুন মৌসুমের আগে চেলসির আক্রমণভাগে দ্বিতীয় সংযোজন জ্যাকসন। এর আগে তারা দলে নিয়েছে ফরাসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকুকে।