বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

চেলসির বিপর্যয়: ব্যয়বহুল দল, কিন্তু গোলের দেখা নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চেলসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। বিপুল অঙ্কের টাকা খরচ করেও দলটির আক্রমণভাগ কার্যত অকার্যকর থেকে গেছে। সর্বশেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩—০ গোলে হেরে তাদের দুর্বলতা আরও প্রকট হয়েছে। যুক্তরাষ্ট্রের ধনকুবের টড বোয়েলি ক্লাবটির মালিকানা নেওয়ার পর থেকে খেলোয়াড় কেনায় প্রায় ১৫০ কোটি পাউন্ড খরচ করেছেন। এর মধ্যে ৪৪ কোটি ৫০ লাখ পাউন্ড ব্যয় হয়েছে ফরোয়ার্ডদের পেছনে। ক্রিস্টোফার এনকুকু, রাহিম স্টার্লিং, পেদ্রো নেতো, হোয়াও ফেলিক্স ও কোল পালমারদের নিয়ে আক্রমণভাগ সাজানো হলেও প্রকৃতপক্ষে তারা কেউই নিখাদ স্ট্রাইকার নন। চেলসির প্রধান সমস্যা হলো গোলস্কোরিং স্ট্রাইকারের অভাব। মৌসুমের শুরু থেকে তারা এই সমস্যায় ভুগছে, যার ফলে আক্রমণভাগ বারবার ব্যর্থ হচ্ছে। নিকোলাস জ্যাকসন একমাত্র স্ট্রাইকার হিসেবে খেললেও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় তার অভাব প্রবলভাবে অনুভূত হচ্ছে। সাম্প্রতিক ব্রাইটনের বিপক্ষে ম্যাচটিতে চেলসি বল দখলে রেখে ৭১৭টি পাস খেললেও গোলের লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। আক্রমণভাগের এই নখদন্তহীন পারফরম্যান্স সমর্থকদের হতাশ করেছে। বিপরীতে ব্রাইটনের হয়ে জাপানিজ তারকা কাউরু মিতোমা ও ইয়ানকুবা মিনতেহ দারুণ পারফর্ম করেছেন। তাদের কার্যকরী আক্রমণের বিপরীতে চেলসির শূন্যতা স্পষ্ট হয়ে উঠেছে। চেলসির কোচ এনজো মারেসকা খেলার পর স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘সবকিছু নিয়েই আমি হতাশ। সমর্থকদের জন্য খারাপ লাগছে। এটা আমার দলের সবচেয়ে বাজে পারফরম্যান্সগুলোর একটি।’ চেলসি বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকলেও তাদের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল নিজেদের পরবর্তী ম্যাচ জিতলে শীর্ষ চারের বাইরে চলে যাবে চেলসি। চেলসির সাম্প্রতিক পারফরম্যান্স ও স্ট্রাইকার সংকট দেখে বোঝা যাচ্ছে, কেবলমাত্র খরচ করলেই সফল হওয়া যায় না। দলে দক্ষ স্ট্রাইকার না থাকলে আক্রমণভাগ কার্যকর হয় না। আগামী দলবদলের বাজারে চেলসি কি সত্যিকারের একজন গোলস্কোরার খুঁজবে? নাকি একই ভুলের পুনরাবৃত্তি করবে? এসব প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে, আপাতত চেলসিকে নিজেদের ভুলগুলো চিহ্নিত করে দ্রুতই সমাধান খুঁজতে হবে, নাহলে মৌসুম শেষে তাদের অবস্থান আরও খারাপ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com