আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনের চাচী ও উপজেলা আ’লীগ নেতা মন্টুর মাতা জরিনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জোহর আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে আশাশুনি গ্রামের মৃত জালাল উদ্দীন সরদারের স্ত্রী জরিনা খাতুন(৮০) বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্রসহ অসংখ্যা আতœীয় স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন। আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওঃ আবু জাহিদ আব্দুলাহর পরিচালনায় মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর সুমন, আ’লীগ নেতা আছাদুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সভাপতি সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, প্রভাষক জাকির হোসেন ভুট্টো, বিএনপি নেতা নুরুল হক খোকন, আবুহেনা মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন ও সেক্রেটারী মিঠুন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও এলাকার মুসুলিগন।