রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে আড়াই লাখ কোটি টাকা পাচার করেছে একটি পরিবার ও তাদের সহযোগীরা: গভর্নর মার্চে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় ৬০৪ মৃত্যু এক তৃতীয়াংশই মোটরসাইকেলে ঘোষণাপত্র পাঠ ও মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত বাগেরহাটে ২৪ কেজি হরিণের মাংস জব্দ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে ২ জনের মৃত্যু রাশিয়া—ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ক সেমিনার পারুলিয়ার চারকুনিতে অগ্নিকাণ্ড \ জমায়াত আমীরের পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

চোটে থেমে গেল লিটনের পিএসএল স্বপ্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

এফএনএস ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটার লিটন দাস পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েছিলেন অপার আগ্রহ আর প্রত্যাশা নিয়ে। করাচি কিংসের হয়ে প্রথমবারের মতো খেলতে যাচ্ছিলেন পাকিস্তানের ঘরোয়া এই মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগে। কিন্তু মাঠে নামার আগেই থেমে গেল তাঁর যাত্রাÑচোটের কারণে দেশে ফিরতে হচ্ছে লিটনকে।
গত শনিবার মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে করাচি কিংসের পিএসএল অভিযান শুরু হওয়ার কথা থাকলেও, তার আগেই অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান লিটন। করাচিতে দলের প্রস্তুতি ক্যাম্পে আঙুলে আঘাত পান তিনি। পরে স্ক্যানে ধরা পড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ বিশ্রাম ছাড়া এ চোট দীর্ঘমেয়াদি জটিলতায় রূপ নিতে পারে। তাই লিটনকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক আবেগঘন বার্তায় লিটন বলেন, “করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম, কিন্তু আল্লাহর হয়তো অন্য পরিকল্পনা ছিল। অনুশীলনের সময় চোট পেয়েছি, স্ক্যানে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও বিশ্রামের কারণে দেশে ফিরছি।”
লিটনের ছিটকে যাওয়া পিএসএলের জন্য আরও একটি বড় ধাক্কা। টুর্নামেন্ট শুরুর আগেই তিন বিদেশি তারকাকে হারাল লিগ কতৃর্পক্ষ। এর আগে আইপিএলে ডাক পাওয়ায় সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোচ। নিয়ম ভাঙায় তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধও করেছে পিএসএল। ইনজুরির কারণে প্রথমভাগে খেলতে পারবেন না কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। এমন সময় লিটনের বিদায়ও নিশ্চিত করল বিদেশি শক্তির ঘাটতি।
করাচি কিংসের হয়ে লিটনের অভিষেক তো হলোই না, বরং তাঁকে দলে রাখা হয়েছিল মূলত উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্টের ব্যাকআপ হিসেবে। এখন প্রশ্ন উঠেছে, ফ্র্যাঞ্চাইজিটি লিটনের জায়গায় নতুন কোনো বদলি খেলোয়াড় খুঁজবে কি না। তবে সময়ের স্বল্পতায় সেই সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় রয়েছে দলটি।
এই মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি লিটনকে ওই সিরিজে বিশ্রাম দিয়ে পিএসএলের এনওসি (ঘড় ঙনলবপঃরড়হ ঈবৎঃরভরপধঃব) দিয়েছিল। কিন্তু এখন পিএসএলেও খেলা হচ্ছে না তাঁর। ফলে সুস্থ হয়ে জাতীয় দলে ফেরাটাই এখন লিটনের প্রধান লক্ষ্য।
এই চোট লিটনের জন্য যেমন হতাশাজনক, তেমনি করাচি কিংস ও পিএসএলের জন্যও এটি বড় এক ধাক্কা। সব কিছু ঠিক থাকলে, দুই সপ্তাহ পর আবারও মাঠে ফিরতে পারেন লিটন। তবে তা পিএসএলে নয়Ñসম্ভবত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com