সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

চোট কাটিয়ে মাঠে ফেরার পথে ম্যানচেস্টার ইউনাইটেড ত্রয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক \ এভারটনের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকতে পারেন ক্রিস্তিয়ান এরিকসেন, মানুয়েল উগার্তে ও লেনি ইয়োরো। আগামী শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির সফলতম দলটি। সেই ম্যাচে ইউনাইটেড স্কোয়াডে ফিরতে পারেন এরিকসন, উগার্তে ও ইয়োরো। চোটের জন্য বেশ ভুগতে হচ্ছে ইউনাইটেড কোচ হুবেন আমুরিমকে। তবে শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বললেন, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ তার প্রতি সদয়। “হ্যাঁ (সদয়)। কারণ, আমরা কোনো খেলোয়াড় হারাইনি। ফিরে পেয়েছি ক্রিস, মানু ও লেনিকে।” গত রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এরিকসেনের অনুপস্থিতি নিয়ে মন্তবে্যর ব্যাখ্যা দেন আমুরিম। ২০২০ ইউরোয় খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হওয়া এরিকসেনকে নিয়ে পর্তুগিজ ম্যানেজার বলেছিলেন, “হার্টে কিছু সমস্যা নিয়ে ভুগছে ক্রিস এবং আমাদের এ নিয়ে খুব সতর্ক থাকতে হবে। সমস্যা ঠিক হার্ট নিয়ে নয়। আমি বলতে চাইছি, তার জ্বর আছে, তাই তার হার্ট রেট নিয়ন্ত্রণ করতে হয়েছে।” এরপর ইনস্টাগ্রামে এক পোস্টে এরিকসেন বলেন, তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত। সেই মন্তব্য এবার পরিষ্কার করলেন ইউনাইটেড কোচ। “ক্রিসের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি এটা এ কারণেও পরিষ্কার করতে চাই যে, ক্রিস সুস্থ এবং সর্বোচ্চ পর্যায়ে আরও অনেক বছর খেলার জন্য তৈরি।” পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে থাকা এভারটনের বিপক্ষে এই লড়াই বেশ গুরুত্বপূর্ণ ১৫ নম্বরে থাকা ইউনাইটেডের জন্য। অবনমন অঞ্চল থেকে কেবল ১২ পয়েন্ট উপরে আছে তারা। এই লড়াই তো বটেই, সামনের আরও অনেক ম্যাচে তিনি পাবেন না আমাদ দিয়ালো, টবি কোলিয়ার, কোবি ম্যাইনু, ম্যাসন মাউন্ট, লুক শদের। তারা কবে নাগাত ফিরতে পারেন, তা নিয়ে নিশ্চিত নন আমুরি। “অন্যদের অবস্থা জানা খুব কঠিন। আমাদ লম্বা সময়ের জন্য ছিটকে গেছে। আমার মনে হয়, ম্যাস সুস্থ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। লুক সেরে উঠার কাজ চালিয়ে যাচ্ছে। তবে তার ফেরার দিনক্ষণ আমি জানি না।” “মনে হচ্ছে, এদের মধে্য ফেরার সবচেয়ে কাছে টবি। তবে এখনই সেটা হবে না। কোবি সেরে উঠছে। আমাদের যে সূচি আছে তাতে এই খেলোয়াড়দের ব্যবহার করার পথ আমাদের শিখতে হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com