রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে আড়াই লাখ কোটি টাকা পাচার করেছে একটি পরিবার ও তাদের সহযোগীরা: গভর্নর মার্চে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় ৬০৪ মৃত্যু এক তৃতীয়াংশই মোটরসাইকেলে ঘোষণাপত্র পাঠ ও মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত বাগেরহাটে ২৪ কেজি হরিণের মাংস জব্দ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে ২ জনের মৃত্যু রাশিয়া—ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ক সেমিনার পারুলিয়ার চারকুনিতে অগ্নিকাণ্ড \ জমায়াত আমীরের পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর দেশে ফিরল বাংলাদেশ দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

এফএনএস স্পোর্টস: চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল টাইগাররা, তা পূরণ হয়নি একেবারেই। শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের সঙ্গী ছিল ব্যর্থতার হতাশা ও এক পয়েন্টের অর্জন, যা এই আসরের শেষ প্রাপ্তি।
বাংলাদেশ দলের মিশন শুরু হয়েছিল ভারতের বিপক্ষে বড় হারের মধ্য দিয়ে। টপ অর্ডারের ব্যর্থতায় তারা বড় সংগ্রহ গড়তে না পারায় ব্যাটিং দুর্বলতায় শুরুতেই পিছিয়ে পড়েছিল। যদিও বোলাররা নিজেদের ভালো প্রদর্শন দিয়েছিল, তবুও প্রাথমিক সংগ্রহের অভাব বড় এক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরিস্থিতি ছিল আরও খারাপ, যেখানে ব্যাটসম্যানরা আবারও ব্যর্থ হয় এবং ২৫০ রানও করতে পারেনি বাংলাদেশ।
তবে বাংলাদেশের শেষ ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে ছিল, যেখানে বৃষ্টির কারণে টসই করা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, ফলে দুটি দলই এক পয়েন্ট করে পায়। চ্যাম্পিয়নস ট্রফির এই আসর থেকে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ছিল এই এক পয়েন্ট।
বাংলাদেশ দলের জন্য এই চ্যাম্পিয়নস ট্রফি ছিল এক বেদনাদায়ক অধ্যায়, কারণ ১৯৯৯ সাল থেকে আইসিসির বিভিন্ন বৈশি^ক টুর্নামেন্টে অংশগ্রহণের পরেও তারা এখনও শিরোপার মুখ দেখেনি। শিরোপার স্বপ্ন নিয়ে তারা মাঠে নামলেও আবারও ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরতে হয়েছে। পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি ইভেন্টেও সাফল্য পায়নি বাংলাদেশ।
এদিকে, চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হলেও আর্থিক দিক থেকে বাংলাদেশ দল লাভবান হয়েছে। তারা সপ্তম স্থানে রয়েছে, এবং ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকার কাছে হারত, তবে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে চলে আসবে। এর ফলে বাংলাদেশ কোষাগারে প্রায় ৩ কোটি টাকা পাবে এবং ষষ্ঠ স্থানে থাকার কারণে তা বেড়ে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকায় পৌঁছাবে। অর্থাৎ, এই আসরের শেষে বাংলাদেশ আর্থিকভাবে বেশ ভালোভাবেই লাভবান হচ্ছে।
এখন, চ্যাম্পিয়নস ট্রফির হতাশাজনক পরিণতি সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটাররা আগামী ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এ অংশ নিতে প্রস্তুত। তবে, এই ব্যর্থতার পর তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের খেলার মান উন্নত করা এবং আগামী প্রতিযোগিতাগুলিতে ভালো পারফরম্যান্স দিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মন জয় করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com