সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল—জাজিরাকে প্রধান উপদেষ্টা মোদি বললেন শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না পাকিস্তান—আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫৪ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও সুতার রিল জব্দ শ্যামনগরে পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার চুনারব্রীজ মাদীনাতুল উলুম মাদানীনগর মাদরাসার হিফজ ছবক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে ইয়াবা সহ ২ জন গ্রেফতার তালায় ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জে ভাঙন কবলিত ভেড়ীবাধ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ নলতা মিতালী কচি—কাঁচার মেলার আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চ্যাম্পিয়নের মুকুট পড়লো বার্সেলোনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

‘ইউরোপের সব ক্লাবের আতঙ্ক হলো রিয়াল মাদ্রিদ, আর রিয়ালের আতঙ্কা বার্সেলোনা’— ২০২২ সালে এই কথাটি বলেছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার কোচ ও ধারাভাষ্যকার থিয়েরে হেনরি। সেই জুজুর ভয় ৩ বছরেও কাটিয়ে উঠতে পারলো না রিয়াল। গত শনিবার রাতে স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে অতিরিক্ত সময়ে গিয়ে বার্সেলোনার কাছে হেরে গেছে রিয়াল। কার্লো আনচেলত্তির দলকে ৩—২ গোলে হারিয়ে রেকর্ড ৩২ বারের মতো শিরোপা জিতেছে বার্সা। গত শনিবার রাতে সেভিয়ার লা কাতুর্জা স্টেডিয়ামে খেলার মূল সময় শেষ হয় ২—২ সমতায়। ফল বের করতে আনতে অতিরিক্ত আরও ৩০ মিনিট সময় দেন রেফারি। ১২০ মিনিটের শ^াসরুদ্বকর লড়াইয়ে শেষ হাসি ফোটে বার্সার মুখেই। ১১৬ মিনিটে রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দেন বার্সা তারকা জুলেস কুন্দে। অর্থাৎ শেষ মুহূর্তের নাটকীয়তায় অবিশ^াস্য এক জয় পায় বার্সা। প্রথমার্ধে বার্সেলোনা দারুণ আধিপত্য দেখিয়ে খেলে। ২৮ মিনিটে পেদ্রি দুর্দান্ত এক বাঁকানো শটে পোস্টে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রিয়াল। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠা কিলিয়ান এমবাপে বেঞ্চ থেকে নেমে ৭০ মিনিটে ফ্রি—কিক থেকে সমতাসূচক গোল করেন। এমবাপের গোলের ৭ মিনিট পর অরেলিয়ান চুয়োমেনি কর্নার থেকে দুর্দান্ত এক হেডারে রিয়ালকে ২—১ ব্যবধানে এগিয়ে দেন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস বাঙ্কসরা। ৮৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান। যখন মনে হচ্ছিল খেলা টাইব্রেকারে গড়াবে, তখনই কুন্দে গোল করে বার্সার শিরোপা নিশ্চিত করেন। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে থুবো কুর্তোয়ার জালে নিচু কোণ দিয়ে বল পাঠান ফরাসি ডিফেন্ডার কুন্দে। তবে ম্যাচের শেষটা রিয়ালের জন্য হতাশাজনক ছিল। কারণ বেঞ্চে থাকা আন্তোনিও রুডিগার এবং লুকাস ভাসকেজ রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করায় লাল কার্ড দেখেন। ম্যাচ শেষে জুড বেলিংহ্যামকেও অস্পোর্টসম্যানশিপের জন্য লাল কার্ড দেখানো হয়। এ জয়ে ট্রেবল শিরোপার প্রথমটি নিশ্চিত করে নিলো বার্সা। অন্যদিকে চলতি মৌসুমে শিরোপা জয়ের আর কোনো আশা নেই বললেই চলে রিয়ালের। চলতি মৌসুমে তিনটি ক্লাসিকোতেই বার্সার কাছে হেরেছে রিয়াল। গেল জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫—২ ব্যবধান ও অক্টোবরে লা লিগায় ৪—০ ব্যবধানে রিয়ালকে হারিয়েছিল বার্সা। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। তারা লা লিগাতেও রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com