আগামী মাসে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন দলের ওপেনার সৌম্য সরকার। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের দারুণ পারফরমেন্স আত্মবিশ^াসী করে তুলেছে সৌম্যকে। ঐ সফরে ক্যারিবীয়দের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে টি—টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা ফিরিয়ে দেয় টাইগাররা। সৌম্য বলেন, ‘সবাই যদি বিশ^াস করে, আমরা পারি, তাহলে আমরা পারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে কেউ বিশ^াস করে না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারবো। আগে থেকে নেতিবাচক কথা বলার দরকার নেই। আমি শুরু থেকেই বলেছি তিন বিভাগে ভালো করতে পারলে যে কোন দলের বিপক্ষেই জিততে পারি।’ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। টুর্নামেন্টের প্রথম থেকেই খেলার কথা ছিল তার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে যান সৌম্য। তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন সৌম্য। সম্প্রতি রংপুরের অনুশীলন সেশনে নেটে ব্যাটিং শুরু করেছেন সৌম্য। আট ম্যাচের সবগুলোতে জিতে ইতোমধ্যে প্লে—অফ নিশ্চিত করেছে রংপুর।