সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা দিলো কিউইরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে এবং লুকি ফাগুর্সনদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেটসি)। সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি—টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না উইলিয়ামসন, কনওয়ে ও ফাগুর্সন। তিনজনই ফ্র্যাঞ্চাইজি টি—টোয়েন্টি নিয়ে ব্যস্ত ছিলেন। দুই ব্যাটার উইলিয়ামসন ও কনওয়ে দক্ষিণ আফ্রিকার টি—টোয়েন্টিতে এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন ফাগুর্সন। আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে নিউজিল্যান্ড দলে ফিরছেন পেসার বেন সিয়ার্স। হাঁটুর ইনজুরির কারণে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সিয়ার্স। লংকানদের বিপক্ষে সিরিজটি ২—১ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড। সিয়ার্সের মত প্রথমবারের বড়দের আইসিসি ইভেন্টে খেলবেন পেসার উইল ও’রুর্ক এবং ন্যাথান স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলকে অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ বলছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাই দল নির্বাচনের জন্য চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিলো আমাদের।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন গত ডিসেম্বরে সাদা বলের ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত হওয়া স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এই প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন তিনি। ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা তিনজন এবারের নিউজিল্যান্ড দলে আছেন। তারা হলেন— উইলিয়ামসন, টম ল্যাথাম ও স্যান্টনার। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দিন করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে খেলতে নামবে কিউইরা। ঐ ম্যাচটি দু’টি অনুষ্ঠিত হবে যথাক্রমে— ২৪ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ন্যাথান স্মিথ, ম্যাট হেনরি, লকি ফাগুর্সন, বেন সিয়ার্স, উইল ও’রুর্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com