বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও চোট পেয়েছেন পান্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

দুর্ঘটনায় যে পা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই পায়েই ইঞ্জুরির শিকার রিশভ পান্ট। ভারতের উইকেটরক্ষক ব্যাটারের চোট চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগে জাগাচ্ছে দুশ্চিন্তা। চোট কতটা গুরুতর তা এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলা হবে না রিশভ পান্টের। দুবাইয়ে পা রাখার পর আইসিসি একাডেমিতে অনুশীলনের সময় চোট পান পান্ট। এতে অবশ্য তার কোনো দোষ নেই। হার্দিক পান্ডিয়া ছিলেন পান্টের কাছাকাছি। হার্দিকের ব্যাটের একটি শট এসে কাগে পান্টের বাম পায়ের হাঁটুতে, সড়ক দুর্ঘটনায় যে পা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উইকেটরক্ষক ব্যাটারের। পান্টের চোট কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়। তবে আঘাত পাওয়ার পর খোঁড়াতে দেখা যায় তাকে। মেডিকেল বিভাগ সেবাশুশ্রƒষা করলে আবারো ব্যাটিং অনুশীলনে নামেন। তবে তখনও দেখা গেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। ভারতের টিম ম্যানেজমেন্ট চোটের বিষয়ে কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, আপাতত বিশ্রামই পান্টের পথ্য। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত ধরা হচ্ছে তাকে। ভারতের প্রথম ম্যাচ আগামী বৃহস্পতিবার, বাংলাদেশের বিপক্ষে। পরের ম্যাচ ২৩ ফেব্রুয়ারি, পাকিস্তানের বিপক্ষে। এরপর ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা। তার আগে থাকবে লম্বা বিরতি। যদিও আশা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে যদি খেলতে না—ও পারেন, পাকিস্তানের বিপক্ষে দেখা যেতে পারে পান্টকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com