মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচিত হলো টাইগারদের নতুন জার্সি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় এক ভিডিওবার্তার মাধ্যমে বাংলাদেশের জার্সি উন্মোচন করেছে বিসিবি। লাল, সবুজের সাথে সোনালির মিশ্রণে দারুণ এক ডিজাইনের জার্সি পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। বরাবরের মত জার্সির মূল রঙ সবুজ। এর সাথে এবার লাল রঙের মিশ্রণটা হয়েছে দারুণভাবে। হাতার শেষ ভাগে, কলারে এবং বুকের কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে লাল রঙ। এছাড়া জার্সির নিচের অংশে আগুনের ফুলকির মত করে লাল রঙয়ের ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা অনেকটা বাঘের গায়ের ডোরাকাটা দাগের মত। লালের সাথে সোনালি রঙের ব্যবহারও রয়েছে জার্সিতে। জার্সির কাঁধের অংশে সোনালি রঙয়ের পাশাপাশি নিচে ডোরাকাটা লালের সাথে সোনালি রঙ ব্যবহার করা হয়েছে। সোনালি রঙ দিয়ে এখানে বাঘের একটি আকৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি জার্সির পেছনের অংশেও লাল ডোরাকাটার পাশাপাশি সোনালি রঙয়ের মিশ্রণ রয়েছে। জার্সিতে উপরে এক পাশে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের লোগো এবং আয়োজক দেশ পাকিস্তানের নাম লেখা রয়েছে। আরেক পাশে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিসহ বিসিবির লোগো। বুকের মাঝে বড় করে সাদা অক্ষরে লেখা আছে বাংলাদেশ। এই জার্সিতে পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com