শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন তালহা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। তার মতে, নিজেদের দিনে ভালো খেলতে পারলে উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বীকে হারাতে সক্ষম হবে টাইগাররা। সম্প্রতি বিপিএলে খুলনা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করা তালহা সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকবার ভারতকে হারানোর কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পারিনি। আমরা ভারতের বিপক্ষে খেলতে নামলে আমাদের বড় প্রত্যাশা থাকে। আশা করি এবার পারবো।’ সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও আইসিসি ইভেন্টে রেকর্ড ভালো নয় বাংলাদেশের। ২০০৭ সালে আইসিসি ওয়ানডে বিশ^কাপে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একমাত্র জয় টাইগারদের। এমনকি পাকিস্তানের বিপক্ষেও ভালো রেকর্ড নেই বাংলাদেশের। ১৯৯৯ সালে আইসিসি বিশ^কাপে সর্বশেষ পাকিস্তানকে হারিয়েছিলো টাইগাররা। তালহা মনে করেন, বাংলাদেশের নতুন রেকর্ড গড়ার সামর্থ্য আছে। তিনি বলেন, ‘পাকিস্তানকে হারানো সম্ভব। তবে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে।’ গত বছর রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে— নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বোলিং জুটির ভালো পারফরমেন্সের উপর জোর দিয়েছেন তালহা। যেকোন প্রতিপক্ষের বিপক্ষে এটি সাফল্যের চাবিকাঠি বলে অভিহিত করেন তিনি, ‘জুটিতে বোলিং করা গুরুত্বপূর্ণ। উইকেট না পেলেও রান আটকাতে হবে। চাপ অব্যাহত রাখতে পারলে প্রতিপক্ষকে আটকানো সম্ভব হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com