চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারত সফরের ওয়ানডে ও টি—টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৫ জনের স্কোয়াডে জায়গা হননি চোটে পড়া বেন স্টোকসের। আছেন জফরা আর্চার। এছাড়া দলে ফিরছেন জো রুট। যদিও এখনো অফিশিয়াল ভাবে প্রকাশ পায়নি চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার। ঘোষণা হয়নি টুর্নামেন্ট কবে শুরু হবে। তবে সেসবের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিল ইংল্যান্ড। জানুয়ারি মাসে ভারত সফর করবে ইংলিশরা। সফরে থাকবে ওয়ানডে ও টি—টোয়েন্টি সিরিজ। এসব কিছুরই স্কোয়াড একসাথে ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়ানডে ও টি—টোয়েন্টি — দুই দলেই ১৫ জন করে রেখেছে ইংল্যান্ড। তবে বাদ পড়েছেন বেন স্টোকস। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এতেই ছিটকে গেলেন ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে। ওয়ানডে ও টি—টোয়েন্টি স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন আছে। তাছাড়া দুই স্কোয়াডের বাকি ১৪ জন একই ব্যক্তি। কেবল ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন জো রুট কিন্তু টি—টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তিনি নেই। আর ওয়ানডে স্কোয়াডে না থাকলেও টি—টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন রেহান আহমেদ।
ভারত সফর এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ড ওডিআই স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট , সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
ইংল্যান্ড টি—টোয়েন্টি স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।